ওরে হুলোরে তুই রাত বিরেতে | Ore hulore tui rate birete | গীতি শতদল গ্রন্থটির প্রকাশক ছিলেন ডি এম লাইব্রেরি। ৮+১০৪ পৃষ্ঠার বইটির মূল্য ছিল দেড় টাকা। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৩৪ সালের এপ্রিলে (১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ)। নজরুল ইসলাম এই গ্রন্থের প্রারম্ভে ‘দুটি কথা’ শীর্ষক ভূমিকায় লেখেন “গীতিশতদলে’র সমস্ত গানগুলিই গ্রামোফোন ও স্বদেশী মেগাফোন কোম্পানীর রেকর্ড়ে রেখাবদ্ধ হইয়া গিয়াছে। আমার বহু গীতি-শিল্পী বন্ধুর কল্যাণে ‘রেডিও’ প্রভৃতিতে গীত হওয়ায় এই গানগুলি ইতোমধ্যে জনপ্রিয় হইয়া উঠিয়াছে। এই অবসরে তাঁহাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।
![ওরে হুলোরে তুই রাত বিরেতে | Ore hulore tui rate birete | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম 2 AmarNazrul.com [ আমার নজরুল ] , 2667x1526, Logo-01](/wp-content/uploads/2021/09/AmarNazrul.com-আমার-নজরুল-2667x1526-Logo-01-300x172.png)
রাগঃ পিলু-সাহানা
তালঃ কাহার্বা
ওরে হুলোরে তুই রাত বিরেতে গানের কথাঃ
ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্।
তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস্নে রাস্কেল্।।
আমি স্বীকার করি শিকারি তুই তোর গোঁফ দেখেই চিনি,
গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস্ গোঁফে তুই তেল।।
ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস,
নাদ্নার বাড়ি খেয়ে কোন্দিন ধনে প্রাণে বা মারা যাস্,
কেঁদে মিয়াঁও মিয়াঁও ব’লে বিবি বেরালি করবে রে হার্টফেল।।
তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস্,
শুনে ভুলো তোরে তেড়ে আসে, ন্যাজ তুলে ছুটিস্,
তোরে বস্তা পু’রে কবে কে চালান দিবে ধাপা-মেল।।
বৌঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও,
বিড়াল-তপস্বী আড়নয়নে থালার পানে চাও,
তুই উত্তম মধ্যম খা’স এত তবু হ’ল না আক্কেল।।

আরও পড়ুন:
- তোমার সৃষ্টি মাঝে হরি | Tomar srishty majhe hori | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মন লহ নিতি নাম | Mon loho niti nam | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আমার নয়নে কৃষ্ণ | Amar noyone krishno | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- তোমারে কি দিয়া পূজি | Tomare ki diya puji | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- নাচে ঐ আনন্দে | Nache oi anonde | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম