ওরে হুলোরে তুই রাত বিরেতে | Ore hulore tui rate birete | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

ওরে হুলোরে তুই রাত বিরেতে | Ore hulore tui rate birete | গীতি শতদল গ্রন্থটির প্রকাশক ছিলেন ডি এম লাইব্রেরি। ৮+১০৪ পৃষ্ঠার বইটির মূল্য ছিল দেড় টাকা। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৩৪ সালের এপ্রিলে (১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ)। নজরুল ইসলাম এই গ্রন্থের প্রারম্ভে ‘দুটি কথা’ শীর্ষক ভূমিকায় লেখেন “গীতিশতদলে’র সমস্ত গানগুলিই গ্রামোফোন ও স্বদেশী মেগাফোন কোম্পানীর রেকর্ড়ে রেখাবদ্ধ হইয়া গিয়াছে। আমার বহু গীতি-শিল্পী বন্ধুর কল্যাণে ‘রেডিও’ প্রভৃতিতে গীত হওয়ায় এই গানগুলি ইতোমধ্যে জনপ্রিয় হইয়া উঠিয়াছে। এই অবসরে তাঁহাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।

AmarNazrul.com [ আমার নজরুল ] , 2667x1526, Logo-01
AmarNazrul.com [ আমার নজরুল ] ,
নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

 

রাগঃ পিলু-সাহানা

তালঃ কাহার্‌বা

 

ওরে হুলোরে তুই রাত বিরেতে

 

ওরে হুলোরে তুই রাত বিরেতে গানের কথাঃ

ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস্‌নে হেঁসেল্।
তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস্‌নে রাস্কেল্।।
আমি স্বীকার করি শিকারি তুই তোর গোঁফ দেখেই চিনি,
গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস্ গোঁফে তুই তেল।।
ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস,
নাদ্‌নার বাড়ি খেয়ে কোন্‌দিন ধনে প্রাণে বা মারা যাস্‌,
কেঁদে মিয়াঁও মিয়াঁও ব’লে বিবি বেরালি করবে রে হার্টফেল।।
তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস্,
শুনে ভুলো তোরে তেড়ে আসে, ন্যাজ তুলে ছুটিস্,
তোরে বস্তা পু’রে কবে কে চালান দিবে ধাপা-মেল।।
বৌঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও,
বিড়াল-তপস্বী আড়নয়নে থালার পানে চাও,
তুই উত্তম মধ্যম খা’স এত তবু হ’ল না আক্কেল।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Comment