এ কোথায় আসিলে হায় | Ae kothay ashile hay | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
কাফি মিশ্র কাহারবা

এ কোথায় আসিলে হায় গানের কথাঃ
এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি
হায় পথভোলা পথিক হায় মৃগ মরুচারী॥
তোমার আসার পথে প্রিয় ছিলাম যবে আমার পরান পাতি
সেদিন যদি আসিতে নাথ হইতে ব্যথার সাথি।
ধোয়ালে নয়নজলে পা মুছাতাম আকুল কেশে
আজ কেন দিবাশেষে এলে নাথ মলিন বেশে
হায় বুকে লয়ে ব্যথা আসিলে ব্যথাহারী॥
স্মৃতির যে শুকাল মালা যতনে রেখেছি তুলি
ছুঁইয়ে সে হার ঝরায়ো না ম্লান তার কুসুমগুলি
হায় জ্বলুক বুকে চিতা, তায় ঢেলো না আর বারি॥
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন:
- কুল রাখ না রাখ | Kul rakh na rakh | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ছাড় ছাড় আঁচল বঁধু | Chaar chaar achol bodhu | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ফিরে গেছে সই | Fire geche soi | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- উচাটন মন ঘরে রয় না | Uchaton mon ghore roy na | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- অবুঝ মোর আঁখি বারি | Obujh mor akhi bari | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম