আমি যার নূপুরের ছন্দ | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

আমি যার নূপুরের ছন্দ গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

তালঃ কাহার্‌বা

 

এই কি গো শেষ দান

 

আমি যার নূপুরের ছন্দ

 

আমি যার নূপুরের ছন্দ বেণুকার সুর –
কে সেই সুন্দর কে!
আমি যার বিলাস-যমুনা বিরহ-বিধুর
কে সেই সুন্দর কে।।
যাহার গানের আমি বনমালা
আমি যার কথার কুসুম-ডালা,
না-দেখা সুদূর –
কে সেই সুন্দর কে।।
যার শিখী-পাখা লেখনী হয়ে
গোপনে মোরে কবিতা লেখায়
সে রহে কোথায় হায়!
আমি যার বরষার আনন্দ-কেকা
নৃত্যের সঙ্গিনী দামিনী-রেখা,
যে মম অঙ্গে কাঁকন-কেয়ূর
কে সেই সুন্দর কে।।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আমি যার নূপুরের ছন্দ [ নজরুল সঙ্গীত ] – ফাইরোজ আতকিয়া প্রমি :

 

আমি যার নূপুরের ছন্দ scaled আমি যার নূপুরের ছন্দ | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

 

আমি যার নূপুরের ছন্দ

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্‌ চল্‌ চল্‌, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।

আরও পড়ুন :

Leave a Comment