আমি জানি তব মন বুঝি তব ভাষা গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।
তালঃ কাহার্বা
আমি জানি তব মন বুঝি তব ভাষা
আমি জানি তব মন বুঝি তব ভাষা
তব কঠিন হিয়ার তলে জাগে কি গভীর ভালোবাসা।।
ওগো উদাসীন! আমি জানি তব ব্যথা
আহত পাখির বুকে বাণ বিধেঁ কোথা
কোন অভিমান ভুলিয়াছ তুমি ভালোবাসিবার আশা।।
তুমি কেন হানো অবহেলা অকারন আপনাকে,
প্রিয় যে হৃদয়ে বিষ থাকে সে হৃদয়ে অমৃত থাকে।
তব যে বুকে জাগে প্রলয় ঝড়ের জ্বালা
আমি দেখেছি যে সেথা সজল মেঘের মালা
ওগো ক্ষুধাতুর আমারে আহুতি দিলে
মিটিবে কি তব পরানের পিপাসা।।
আমি জানি তব মন বুঝি তব ভাষা – পূূজন দাস ঃ



