কে বিদেশী বন উদাসী | Ke bideshi bon udashi | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
রাগঃ ভৈরবী-আশাবরি
তালঃ কাহার্বা

কে বিদেশী বন উদাসী গানের কথা:
কে বিদেশি বন-উদাসী' বাঁশের বাঁশি বাজাও বনে। সুর-সোহাগে তন্দ্রা লাগে কুসুম-বাগের গুল-বদনে।। ঝিমিয়ে আসে ভোমরা-পাখা যুথীর চোখে আবেশ মাখা কাতর ঘুমে চাঁদিমা রাকা ভোর গগনের দর-দালানে দর-দালানে ভোর গগনে।। লজ্জাবতীর লুলিত লতায় শিহর লাগে পুলক-ব্যথায় মালিকা সম বঁধুরে জড়ায় বালিকা-বঁধু সুখ-স্বপনে।। বৃথাই গাঁথি কথার মালা লুকাস কবি বুকের জ্বালা, কাঁদে নিরালা বনশিওয়ালা তোরি উতলা বিরহী মনে।।

কে বিদেশী বন উদাসী স্বরলিপি:
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।

আরও পড়ুন:
- দুর দ্বীপ বাসিনী চিনি তোমারে চিনি | Dur dipo bashini chini tomare chini | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- বকুল বনের পাখি ডাকিয়া আর | Bokul boner pakhi dakiya ar | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মোমের পুতুল মমীর দেশের মেয়ে | Momer putul momir desher meye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- চম্পা পারুল যুথী টগর চামেলি | Chompa parul juthi togor chameli | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না | Nishi na pohate jeyona jeyona | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম