ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ । শিল্পী জীবনী
বিংশ শতাব্দীর বিশিষ্ট গায়কদের মধ্যে প্রথম সারির একজনের নাম ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ। এই শিল্পীর ১৯০৩ সালে লাহোরের এক সঙ্গীত পরিবারের জন্ম হয়। তাঁহার পিতার নাম আলি বখশ। আলি বখশের চারিটি সন্তানের মধ্যে গোলাম আলিই ছিলেন জ্যেষ্ঠ। আলি বখশ নিজেও একজন সুগায়ক ছিলেন। তাঁহার উৎসাহ ও প্রেরণা গোলাম আলির জীবনকেও প্রভাবান্বিত করিয়াছিল। …