Site icon Amar Nazrul [ আমার নজরুল ] GOLN

কাজী নজরুলের পত্রিকায় প্রকাশিত নাট্যগুচ্ছ

কাজী নজরুলের পত্রিকায় প্রকাশিত নাট্যগুচ্ছ

বাংলা সাহিত্যের বহুমুখী প্রতিভা কাজী নজরুল ইসলাম কেবল কবি, গীতিকার ও সংগীতকার হিসেবেই নয়, গল্পকার ও নাট্যকার হিসেবেও স্বতন্ত্র স্থান অধিকার করেছেন। তাঁর সাহিত্যজীবন প্রায় কুড়ি বছরের হলেও গল্প, প্রবন্ধ, নাটক, গান, চলচ্চিত্রের সংলাপ—সব ক্ষেত্রেই তিনি অনন্য সৃজনশীলতার ছাপ রেখেছেন।

ছোটগল্পে তিনি লিখেছেন মাত্র তিনটি গল্পগ্রন্থে আঠারোটি ছোটগল্প

প্রতিটি গল্পেই অকথিত ব্যথা ও অন্তর্লীন মানবিক আবেগ প্রবলভাবে প্রকাশ পেয়েছে। এই আবেগময় ও মানবিক সুর তাঁর নাট্যকর্মেও গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

কাজী নজরুলের পত্রিকায় প্রকাশিত নাট্যগুচ্ছ

 

 

পত্রিকায় প্রকাশিত নাট্যকর্মের তালিকা

মনোনাট্য
  1. কামাল পাশামোসলেম ভারত, কার্তিক ১৩২৮ বঙ্গাব্দ
  2. আনোয়ারসাধনা, কার্তিক ১৩২৮ বঙ্গাব্দ
একাঙ্ক নাটক / নাটিকা
  1. ঝিলিমিলিনওরোজ, আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ
    • রচনা: ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ
  2. সারা ব্রীজনওরোজ, শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ
    • পরবর্তীতে সেতুবন্ধ নামে পূর্ণাঙ্গ আকারে গ্রন্থভুক্ত
  3. শিল্পীসওগাত (সাপ্তাহিক)
  4. নবার নামতা পাঠ (শিশুদের নাটিকা)মোয়াজ্জিন, কার্তিক ১৩৪০ বঙ্গাব্দ
  5. বিজয়া (নাটিকা)বেতার জগৎ, কার্তিক ১৩৩৭ বঙ্গাব্দ

 

যোজনাকর্ম / নাট্যসংলাপ কারাগারের গান

ক. তিমির-বিদারী অলক বিহারী – (কারাগারের গান) – জয়তী, কার্তিক ১৩৩৭ বঙ্গাব্দ
খ. কারা পাষাণ ভেদি জাগো নারায়ণ – (কারাগারের গান) – জয়তী, পৌষ ১৩৩৭ বঙ্গাব্দ
গ. আলেয়ার গানজয়তী, পৌষ ১৩৩৭ বঙ্গাব্দ

 

নজরুলের নাট্যরচনার বৈশিষ্ট্য
  1. সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটকামাল পাশা ও অন্যান্য নাটকে তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে ওঠে।
  2. জাতীয়তাবাদী চেতনা – নাটকের সংলাপ, গান ও দৃশ্যপট প্রায়শই স্বাধীনতার সংগ্রাম ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে শক্তিশালী বার্তা দেয়।
  3. সামাজিক বাস্তবতা – নাটকের চরিত্র ও ঘটনাপ্রবাহে সমাজের অসঙ্গতি ও বৈষম্য সুস্পষ্টভাবে প্রতিফলিত।
  4. গীতিনাট্যধর্মী উপাদান – অনেক নাটকে গান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা কাহিনির আবেগময়তা ও নাটকীয়তা বৃদ্ধি করেছে।

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

সাহিত্য ইতিহাসে গুরুত্ব

নজরুলের নাট্যকর্ম, যদিও সংখ্যায় তুলনামূলক কম, তবুও বাংলা নাট্য সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। তাঁর পত্রিকায় প্রকাশিত নাটকগুলো—

Exit mobile version