নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না | Nishi na pohate jeyona jeyona | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
রাগঃ ভৈরবী-যোগিয়া
তালঃ দাদ্রা
নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না গানের কথা :
নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না দীপ নিভিতে দাও।
নিবু-নিবু প্রদীপ নিবুক হে পথিক ক্ষণিক থাকিয়া যাও॥
ঢুলিয়া পড়িতে দাও ঘুমে অলস আঁখি ক্লান্ত করুণ কায়,
সুদূর নহবতে বাঁশরি বাজিতে দাও উদাস যোগিয়ায়।
হে প্রিয় প্রভাতে ও-রাঙা পায়
বকুল ঝরিয়া মরিতে চায়,
তব হাসির আভায় তরুণ অরুণ প্রায় দিক রাঙিয়ে যাও॥
নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না গানের স্বরলিপি :
১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল।
তবে এর আগে নজরুলের বিয়ে ঠিক হয় আলী আকবর খানের ভগ্নী নার্গিস আসার খানমের সাথে। বিয়ের আখত সম্পন্ন হবার পরে কাবিনের নজরুলের ঘর জামাই থাকার শর্ত নিয়ে বিরোধ বাধে। নজরুল ঘর জামাই থাকতে অস্বীকার করেন এবং বাসর সম্পন্ন হবার আগেই নার্গিসকে রেখে কুমিল্লা শহরে বিরজাসুন্দরী দেবীর বাড়িতে চলে যান। তখন নজরুল খুব অসুস্থ ছিলেন এবং প্রমিলা দেবী নজরুলের পরিচর্যা করেন। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
আরও পড়ুন:
- মুঠি মুঠি আবীর ও কে | Muthi muthi abir o ke | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মদির স্বপনে মম বন ভবনে | Modir shopone momo bon vobone | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আঁখি তোলো দানো করুণা |Akhi tolo dano koruna | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী’ নজরুল ইসলাম
- যবে সন্ধ্যাবেলায় প্রিয় | Jabe sondhebelay prio | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আধখানা চাঁদ হাসিছে আকাশে | Adhkhana Chad Hashiche Akashe | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম