Site icon Amar Nazrul [ আমার নজরুল ] GOLN

কবি নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর নাম। নজরুলের ভাবনা

কবি নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর নাম। নজরুলের ভাবনা

কবি নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর নাম: নজরুলের গানের সংখ্যা চার হাজারের অধিক। নজরুলের গান নজরুল সঙ্গীত নামে পরিচিত। ১৯৩৮ সালে কাজী নজরুল ইসলাম কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। সেখানে তিনটি অনুষ্ঠান যথাক্রমে ‘হারামণি’, ‘নবরাগমালিকা’ ও ‘গীতিবিচিত্রা’র জন্য তাকে প্রচুর গান লিখতে হতো।

 

 

কবি নজরুলের সঙ্গীত গ্রন্থগুলোর নাম। নজরুলের ভাবনা

 

‘হারামণি’ অনুষ্ঠানটি কলকাতা বেতার কেন্দ্রে প্রতি মাসে একবার করে প্রচারিত হতো যেখানে তিনি অপেক্ষাকৃত কম প্রচলিত ও বিলুপ্তপ্রায় রাগরাগিণী নিয়ে গান পরিবেশন করতেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানের শুরুতে তিনি কোনো একটি লুপ্তপ্রায় রাগের পরিচিতি দিয়ে সেই রাগের সুরে তার নিজের লেখা নতুন গান পরিবেশন করতেন।

 

 

এই কাজ করতে গিয়ে কাজী নজরুল ইসলাম নবাব আলী চৌধুরীর রচনায় ‘ম আরিফুন নাগমাত’ ও ফার্সি ভাষায় রচিত আমীর খসরুর বিভিন্ন বই পড়তেন এবং সেগুলোর সহায়তা নিয়ে বিভিন্ন ধরনের রাগ আয়ত্ত করতেন। এসব হারানো রাগের ওপর তিনি চল্লিশটিরও বেশি গান রচনা করেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

কবি নজরুলের সঙ্গীত গ্রন্থাবলি নিম্নরূপ

আরও দেখুনঃ

Exit mobile version