দুর দ্বীপ বাসিনী চিনি তোমারে চিনি | Dur dipo bashini chini tomare chini | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
দুর দ্বীপ বাসিনী চিনি তোমারে চিনি গানের কথা :
দূর দ্বীপবাসিনী,
দূর দ্বীপবাসিনী, চিনি তোমারে চিনি
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাষিনী দূর দ্বীপবাসিনী
প্রশান্ত সাগরে, তুফানে ও ঝড়ে
প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে
শুনেছি তোমারি অশান্ত রাগিনী
শুনেছি তোমারি অশান্ত রাগিনী
দূর দ্বীপবাসিনী,
চিনি তোমারে চিনি
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাষিনী, দূর দ্বীপবাসিনী।
বাজাও কি বন সুর পাহাড়ি বাঁশিতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাঁসিতে
বাজাও কি বন সুর পাহাড়ি বাঁশিতে
বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাঁসিতে
তব কবরী মূলে, নব এলাচেরও ফুল
দোলে কুসুম বিলাসিনী।
দূর দ্বীপবাসিনী, চিনি তোমারে চিনি
দারুচিনিরও দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাষিনী, দূর দ্বীপবাসিনী ..
Dur dipo bashini chini tomare chini lyrics :
Dur Dipo Basini
Dur Dipo Basini Chini Tomare Chini
Daruchiniro dese tumi bideshini go
Sumanta bhasini, Dur Dipa Basini
Prasanto sagorey Tufane o jhore
Sunechi tomari ashanto ragini
Prasanto sagorey Tufane o jhore
Sunechi tomari ashanto ragini
Dur Dipo Basini
Dur Dipo Basini Chini Tomare Chini
Daruchiniro dese tumi bideshini go
Sumanta bhasini, Dur Dipa Basini
Bajao ki bonosur pahari banshite
Bonanto cheye jay basonti haasite
Bajao ki bonosur pahari banshite
Bonanto cheye jay basonti haasite
Tobo kobori mule Nobo elachero ful
Doley kushum bilashini.
Dur Dipo Basini Chini Tomare Chini
Daruchiniro dese tumi bideshini go
Sumanta bhasini, Dur Dipa Basini
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া। তখনকার সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে “এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দিনী মার আঙ্গিনায়, আজি রক্ত-নিশি ভোরে/ একি এ শুনি ওরে/ মুক্তি-কোলাহল বন্দী-শৃঙ্খলে” প্রভৃতি।
আরও পড়ুন:
- মুঠি মুঠি আবীর ও কে | Muthi muthi abir o ke | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মদির স্বপনে মম বন ভবনে | Modir shopone momo bon vobone | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আঁখি তোলো দানো করুণা |Akhi tolo dano koruna | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- যবে সন্ধ্যাবেলায় প্রিয় | Jabe sondhebelay prio | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আধখানা চাঁদ হাসিছে আকাশে | Adhkhana Chad Hashiche Akashe | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম