নজরুল ইসলাম কুমিল্লায় অবস্থানকালে তাঁর সাহিত্যিক জীবনের এক উজ্জ্বল অধ্যায় রচনা করেন। ১৯২১ সালে তিনি প্রথমবার কুমিল্লায় আসেন এবং দৌলতপুরে প্রায় ৭৩ দিন অবস্থান করেন। এই সময়ে তিনি প্রায় ১৬০টি গান ও ১২০টি কবিতা রচনা করেন। এই রচনাগুলোর মাধ্যমে নজরুল প্রেম, দ্রোহ ও মানবতার কবি হিসেবে পাঠক সমাজে পরিচিতি লাভ করেন।
কুমিল্লার সাংস্কৃতিক পরিবেশ ও মানুষের আন্তরিকতা নজরুলকে গভীরভাবে প্রভাবিত করে। এই সময়ে তিনি “বিদ্রোহী”, “কামাল পাশা”, “আনন্দময়ীর আগমনে”, “কান্ডারী হুশিয়ার” প্রভৃতি কবিতা রচনা করেন, যা বাংলা সাহিত্যে তাঁর স্বতন্ত্র অবস্থানকে সুদৃঢ় করে। পাশাপাশি, তাঁর সঙ্গীত রচনায় প্রেম, প্রকৃতি ও মানবতার ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
নজরুলের কুমিল্লা পর্ব তাঁর সৃষ্টিশীলতার এক স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। এই সময়ে রচিত তাঁর গান ও কবিতাগুলো বাংলা সাহিত্যে এক নতুন ধারার সূচনা করে, যা আজও পাঠক ও শ্রোতাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।
কুমিল্লায় অবস্থানকালে নজরুলের রচনা
কুমিল্লায় অবস্থানকালীন সময়ে নজরুল ইসলামের রচনাসমূহকে নিম্নরূপভাবে ভাগ করা যেতে পারে।
প্রথমঃ
নার্গিস-কেন্দ্রিক রচনাসমূহ ছায়ানট, দোলনাটাপা, পূবের হাওয়া ও চক্রবাক ।
ছায়ানট গ্রন্থে:
১. পাপড়ী খোলা দৌলতপুর কুমিল্লা বৈশাখ ১৩২৮
২. হার-মানা হার
৩. অনাদৃত
৪. অবেলা
৫. বিদায় বেলায়
৬. মানস-বধু
৭. হারামনি
৮. বেদনাঅভিমান
৯. বিধুরা পথিক প্রিয়া
১০. পরশ-পুজা কুমিল্লা আষাঢ়
১১. নিশীথ-প্রীতম অগ্রহায়ন
এম. এ কুদ্দুস ১৩৮৮ সনে ‘নজরুল একাডেমী পত্রিকায়’ আলী আকবর খানের বাড়ি এবং নার্গিসের ঢাকাস্থ বাসা থেকে দৌলতপুর লেখা দশটি গান উদ্ধার করে প্রকাশ করেছেন, এ ছাড়া নজরুল দৌলতপুরে ১৩২৮ সনে ‘লাল সালাম’, মুকুলের উদ্বোধন’, কবিতা লিখেন।
‘ছায়ানটের’ চারটি গান-
১. সকরুণ প্রিয় কলকাতাশ্রাবণ ১৩২৮
২. শেষের গান
৩. বেদনামনি ভদ্র
৪ লক্ষ্মীছাড়া
নার্গিসকে কেন্দ্র করেই লিখিত।
‘দোলনচাপা’ কাব্যগ্রন্থে:
সাতটি কবিতা নার্গিসকে উদ্দেশ্য করে রচিত হয়েছে।
১. বেলাশেষে
২. পথহারা
৩. পুবের হাওয়া
৪. অবেলার ডাক
৫. অভিশাপ
৬. আশান্বিতা
৭. পিছুডাকা।
“পূবের হাওয়া’ গ্রন্থে:
নার্গিস বিষয়ক কবিতা পাঁচটি,
১. স্মরণে
২. বেদনা-মানিক
৩. সোহাগ
৪. শরাবন তহুরা
৫. বিরহ বিধুরা।
‘চক্রবাক’ কাব্যগ্রন্থে:
নার্গিস বিষয়ক কবিতা ১৩টি,
১. গুগো চক্রবাকী
২. তোমারে পড়িছে মনে
৩. বাদল রাতের পাখী
৪. স্তব্দ রাত
৫ মিলন মোহনায়
৬. তুমি মোরে তুলিয়ায়
৭. হিংসাকুর
৮. সাজিয়াছি বর মৃত্যুর উৎসবে
৯. শীতের সিন্ধু
১০. আড়াল
১১. নদী পারের মেয়ে
১২. অপরাধ শুধু মনে থাক
১৩. চক্রবাক ।