Site icon Amar Nazrul [ আমার নজরুল ] GOLN

কাজী নজরুলের গীতি আলেখ্য । নজরুলের ভাবনা

কাজী নজরুলের গীতি আলেখ্য । নজরুলের ভাবনা

কাজী নজরুলের গীতি আলেখ্য: প্রেমের কবি কাজী নজরুল ইসলাম সঙ্গীত ও কাব্যের পাশাপাশি রচনা করেছেন প্রবন্ধ, গল্প, নাটক, গীতিনাট্য নজরুল যে গীতিনাট্যগুলি রচনা করেছেন সে গুলোর প্রচারের সময় দেয়া হলো।

 

 

কাজী নজরুলের গীতি আলেখ্য

(১) বিজয়া :

১৯৩১ সালের ২২ অক্টোবর আকাশবাণী হতে প্রচারিত হয়।

 

 

(২) দেবীস্তুতি :

আকাশবাণী হতে সর্বপ্রথম প্রচারিত হয় ১৯৩৮ সালের ২৭ জানুয়ারি।

আকাশ বাণীর নামকরণ উপলক্ষে পুনরায় ১৯৪০ সালের ২০ আগস্ট কলকাতা কেন্দ্র হতে দেবীস্তুতি আবার পরিবেশিত হয়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

(৩) পারদশ্রী :

১৯৪১ সালের ১৩ সেপ্টেম্বর এ গীতি আলেখ্যটি আকাশকালী হতে প্রচারিত হয়। এ ছাড়াও ১৯৩৭ সালে ডিসেম্বর মাসে কবি একটি গীতি আলেখ্য রচনা করেন যদিও তার প্রচারের ক্ষেত্রে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

Exit mobile version