Site icon Amar Nazrul [ আমার নজরুল ] GOLN

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ নিয়ে আজকের আলোচনা। নজরুল রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে আলেয়া, মধুমালা, বিদ্যাপতি, পুতুলের বিয়ে, জাগো সুন্দর চির কিশোর, শ্রীমন্ত, বিষ্ণুপ্রিয়া, বনের বেদে, ঝিলিমিলি, সেতু–বন্ধ, ভূতের ভয় ইত্যাদি। কলকাতার সুধী ও নাট্যমহলে নজরুল নাট্যকার হিসেবে পরিচিত হন ‘নওরোজ’ পত্রিকার মাধ্যমে ১৯২৭ খ্রিস্টাব্দে। ১৯৩০ খ্রিস্টাব্দে (১৩৩৭ বঙ্গাব্দ) নজরুলের তিনটি একাংকিকা নিয়ে ‘ঝিলিমিলি’ নামে নাট্যগ্রন্থ প্রকাশিত হয়।

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ

 

নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্রন্থ:

১. ঝিলিমিলি (একাঙ্কসংকলন)

২. মহুয়ার গান

৩. আলেয়া (গীতিনাট্য)

৪. পুতুলের বিয়ে

৫. বিদ্যাপতি (রেকর্ডনাট্য)

৬. ধনের বেদে (রেকর্ডনাট্য)

৭. আলেয়া ঝিলিমিলি (দুটি গ্রন্থ একত্রে)

৮. মধুমালা (নাটক)

৯. উদাসী ভৈরব (গীতিনাটিকা)

 

নজরুলের নাটক দর্শককে দেখিয়েছে জীবনের সর্বক্ষেত্রে এমনকি বিপ্লবে, যুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ প্রয়োজন। দেশাত্মবোধের জাগরণ ও মহত্তর কল্যাণবোধের উত্তোরণের জন্যে, উপেক্ষিত লাঞ্ছিত ও অত্যাচারিত আত্মবিস্মৃত ব্যক্তিকে চেতনাসম্পন্ন করতে চেয়েছে নজরুলের নাটক। চিরঞ্জীব হোক নজরুলের নাট্যসাহিত্য।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুনঃ

Exit mobile version