Site icon Amar Nazrul [ আমার নজরুল ] GOLN

ওরে নীল যমুনার জল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম

ওরে নীল যমুনার জল গানটি কাজী নজরুল ইসলাম এর রচিত জনপ্রিয় একটি সঙ্গীত।

তালঃ দাদ্‌রা

 

 

ওরে নীল যমুনার জল

 

ওরে নীল যমুনার জল! বল রে মোরে বল
কোথায় ঘনশ্যাম — আমার কৃষ্ণ ঘনশ্যাম।
আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম — এলাম ব্রজধাম।।
তোর কোন্‌ কূলে কোন্‌ বনের মাঝে
আমার কানুর বেণু বাজে,
আমি কোথায় গেলে শুনতে পাব ‌‌‘রাধা রাধা’ নাম।।
আমি শুধাই ব্রজের ঘরে ঘরে — কৃষ্ণ কোথায় বল্‌;
কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল।
বল্‌ রে আমার শ্যামল কোথায়
কোন্‌ মথুরায় কোন দ্বারকায় — বল্‌ যমুনা বল।
বাজে বৃন্দাবনের কোন্‌ পথে তাঁর নূপুর অভিরাম।।
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

ওরে নীল যমুনার জল [ নজরুল সঙ্গীত ] – তন্ময় প্রামানিক ঃ

 

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত।

 

আরও পড়ুন :

Exit mobile version