Site icon Amar Nazrul [ আমার নজরুল ] GOLN

নজরুলের একটি গানের শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের অবস্থান । নজরুলের ভাবনা

নজরুলের একটি গানের শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের অবস্থান । নজরুলের ভাবনা

নজরুলের একটি গানের শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের অবস্থান : নজরুলের গানে অলঙ্কারের এমন কিছু কিছু দৃষ্টান্ত দেখা যায় যেগুলিতে শব্দালঙ্কার ও অর্থালঙ্কার বিরাজিত আছে।

 

 

নজরুলের একটি গানের শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের অবস্থান । নজরুলের ভাবনা

এই জাতীয়, দৃষ্টান্ত নিম্নে দেওয়া হল- যেমন

চাঁদ হেরিতেছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
(অখণ্ড নজরুল-গীতি)

 

 

এখানে চন্দ্র ও সুন্দর এই দুই অর্থে চাদ শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে। এই দিক দিয়ে দেখলে বলা যায় যে এখানে যমক অলঙ্কার হয়েছে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আবার উপমেয় চাঁদের উপরে উপমান মানুষের ব্যবহার আরোপ করা হয়েছে এইভাবে দেখলে বলা যায় যে এখানে সমাসোক্তি অলঙ্কার হয়েছে। মানুষের পক্ষেই আরশিতে মুখ দেখা সম্ভব, চাঁদের পক্ষে তা সম্ভব নয়। উপমেয় চাদের উপরে মানুষের ব্যবহার আরোপ করা হয়েছে। তাছাড়া একটি উপমেয় সরসীর উপরে একটি উপমান আরশির অভেদারোপও এখানে করা হয়েছে। সুতরাং এখানে কেবল রূপকও আছে।

আরও দেখুনঃ

Exit mobile version