হাজার তারার হার হয়ে গো দুলি | Hazar tarar har hoye go duli | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
ছায়ানট — কাওয়ালি

হাজার তারার হার হয়ে গো দুলি গানের কথা:
হাজার তারার হার হয়ে গো
দুলি আকাশ-বীণার গলে।
তমাল-ডালে ঝুলাই ঝুলাই
নাচাই শিখী কদম-তলে॥
‘বউ কথা কও’ বলে পাখি
করে যখন ডাকাডাকি,
ব্যথার বুকে চরণ রাখি
নামি বধূর নয়ন-জলে॥
ভয়ংকরের কঠিন আঁখি
আঁখির জলে করুণ করি,
নিঙারি নিঙারি চলি
আকাশ-বধূর নীলাম্বরী।
লুটাই নদীর বালুতটে,
সাধ করে যাই বধূর ঘটে,
সিনান-ঘাটের শিলাপটে
ঝরি চরণ-ছোঁয়ার ছলে॥


আরও পড়ুন:
- শ্মশান কালীর নাম শুনে রে | Shoshan kalir name shunere | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মহাকালের কোলে এসে গৌরী | Mohakaler kole eshe gouri | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- দেখে যা রে রুদ্রাণী মা | Dekhe ja re rudrani ma | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মাতলো গগন অঙ্গনে ঐ | Matal gogone ongone oi | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- নাচে রে মোর কালো মেয়ে | Nach re mor kalo meye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম