শিউলি ফুলের মালা দোলে | Sheuli fuler mala dole | গুল বাগিচা গ্রন্থটির প্রকাশক গ্রেট ইস্টার্ন লাইব্রেরি। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২৭ জুন ১৯৩৩ (১৩৪০ বঙ্গাব্দ) মূল্য এক টাকা। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন স্বদেশী মেগাফোন-রেকর্ড কোম্পানির স্বত্বাধিকারী অন্তরতম বন্ধু জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। গ্রন্থের প্রারম্ভে কাজী নজরুল ইসলাম ‘দুটি কথায়’ লেখেন, “দুই-চারিটি ছাড়া ‘গুল-বাগিচা’র গানগুলি ‘স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী’ রেকর্ড করিয়াছেন।

নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে।
রাগঃ সিন্ধু মিশ্র
তালঃ কাহার্বা

শিউলি ফুলের মালা দোলে গানের কথা:
শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ
এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই।
বকুল বনে এক্লা পাখি,
আকুল হ’ল ডাকি’ ডাকি’,
আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই।।
কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী
ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।
ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই।।
শিউলি ফুলের মালা দোলে [ Shiuli Phuler Mala Dole ] – ফাইরোজ আতকিয়া প্রমি :
শিউলি ফুলের মালা দোলে স্বরলিপি:
মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল।
আরও পড়ুন :
- কেন ফোটে কেন কুসুম ঝরে ঝরে যায় | Ken fote ken kushum jhore jhore jay | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- পথ চলিতে যদি চকিতে | Poth cholite jodi chokite | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী- নজরুল ইসলাম
- ভুল করে কোন ফুলবিতানে | Vul kore kon fulbitane | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- থাক ব্যথ হৃদয়ে | Thak beth hridoye | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী- নজরুল ইসলাম
- আঁখি বারি আঁখিতে থাক | Akhi bari akhite thak | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম