রেশমি রুমালে কবরী বাঁধি | Reshmi rumale kobori badhi | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।তার কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি।
রাগঃ
তালঃ ফের্তা

রেশমি রুমালে কবরী বাঁধি গানের কথা:
রেশমি রুমালে কবরী বাঁধি’ নাচিছে আরবি নটিনী বাঁদি।। বেদুঈনী সুরে বাঁশি বাজে রহিয়া রহিয়া তাঁবু মাঝে, সুদূরে সে-সুরে চাহে ঘোম্টা তুলিয়া শাহজাদী।। যৌবন-সুন্দর নোটন কবুতর নাচিছে মরু-নটী গাল যেন গোলাপ কেশ যেন খেজুর-কাঁদি।। চায় হেসে হেসে চায় মদির চাওয়ায়, দেহের দোলায় রং ঝ’রে যায় ঝর্ঝর্, ছন্দে দুলে ওঠে মরু মাঝে আঁধি।।
রেশমি রুমালে কবরী বাঁধি স্বরলিপি:

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন:
- বসিয়া বিজনে কেন একা মনে | Boshiya bijone ken eka mone | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আমারে চোখ ইশারায় | Amaare chokh isharay | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- বাগিচায় বুলবুলি তুই | Bagichay bulbuli tui | বুলবুল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- গিন্নির ভাই গান গাহে | Ginnir vai gaan gahe | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- চায়ের পিয়াসী পিপাসিত চিত আমারা চাতক দল | Chayer piyashi pipashito chito amara chatok dol | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম