রেশমি চূড়ির তালে | Reshmi churir taale | গীতি শতদল গ্রন্থটির প্রকাশক ছিলেন ডি এম লাইব্রেরি। ৮+১০৪ পৃষ্ঠার বইটির মূল্য ছিল দেড় টাকা। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ১৯৩৪ সালের এপ্রিলে (১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ)। নজরুল ইসলাম এই গ্রন্থের প্রারম্ভে ‘দুটি কথা’ শীর্ষক ভূমিকায় লেখেন “গীতিশতদলে’র সমস্ত গানগুলিই গ্রামোফোন ও স্বদেশী মেগাফোন কোম্পানীর রেকর্ড়ে রেখাবদ্ধ হইয়া গিয়াছে। আমার বহু গীতি-শিল্পী বন্ধুর কল্যাণে ‘রেডিও’ প্রভৃতিতে গীত হওয়ায় এই গানগুলি ইতোমধ্যে জনপ্রিয় হইয়া উঠিয়াছে। এই অবসরে তাঁহাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি।
গৌড় সারং–কাওয়ালি

রেশমি চূড়ির তালে গানের কথাঃ
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
পিউ কাঁহা পিউ কাঁহা ডেকে ওঠে পাপিয়া
আঙিনায় ফুল-গাছে
প্রজাপতি নাচে
ফেরে মুখের কাছে
আদর যাচিয়া॥
দুলে দুলে বনলতা কহিতে চাহে কথা
বাজে তারই আকুলতা কানন ছাপিয়া।
শ্যামলী কিশোরী মেয়ে
থাকে দূর নভে চেয়ে
কালো মেঘ আসে ধেয়ে
গগন ব্যাপিয়া॥

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন:
- পিউ পিউ বোলে পাপিয়া | Piu Piu bole papiya | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- রহি রহি কেন আজো | Rohi Rohi ke ajo | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- পলাশ ফুলের গেলাস ভরি | Polash fuler gelash vori | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- গত রজনীর কথা পড়ে মনে | Goto rojonir kotha pore mone | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ঘুমায়েছে ফুল পথের ধুলায় | Ghumayeche ful pother dhulay | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম