মঙ্গলাচরণ কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে । সিন্ধু হিন্দোল কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ । ১৯২৭ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে। কাব্যগ্রন্থটি “বাহার ও নাহার”-কে (হবীবুল্লাহ বাহার চৌধুরী ও শামসুন নাহার) উৎসর্গ করেন।
![মঙ্গলাচরণ কবিতা । সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ । কাজী নজরুল ইসলাম 2 সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ এর অন্যান্য কবিতাঃ সিন্ধুঃ প্রথম তরঙ্গ সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ গোপন প্রিয়া অনামিকা বিদায় স্মরণে পথের স্মৃতি উন্মনা অতল পথের যাত্রী দারিদ্র্য বাসন্তি ফাল্গুনী মঙ্গলাচরণ বধু-বরণ অভিযান রাখী-বন্ধন চাঁদনী-রাতে মাধবী-প্রলাপ দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির আরও পড়ুন: প্রলয়োল্লাস বিদ্রোহী রক্তাম্বর-ধারিণী মা কাজী নজরুল-ইসলামের কাব্যগ্রন্থ তালিকা সূচি কাজী নজরুল-ইসলামের সংক্ষিপ্ত জীবনপঞ্জি [ GLive ] নজরুল সঙ্গীত [ সঙ্গীত গুরুকুলে] আমার নজরুল [ সুফি ফারুক ইবনে আবুবকর] আমার প্রিয় কবি নজরুল রচনা [ বাংলা গুরুকুল ]](http://amarnazrul.com/wp-content/uploads/2022/07/628e4a92f2533.jpeg)
মঙ্গলাচরণ কবিতা
রঙনের রঙে রাঙা হয়ে এল শীতের কুহেলি-রাতি, আমের বউলে বাউল হইয়া কোয়েলা খুঁজিছে সাথি। সাথে বসন্ত-সেনা আগে অজানার ঘেরা-টোপে তব চিরজনমের চেনা । পলাশ ফুলের পেয়ালা ভরিয়া পুরিয়া উঠেছে মধু, তব অন্তরে সঞ্চরে আজ সৃজন-দিনের বধূ – উঠিছে লক্ষ্মী ওই তোমার ক্ষুধার ক্ষীরোদ-সাগর মন্থনে সুধাময়ী। হারাবার ছলে চির-পুরাতনে নূতন করিয়া লভি, প্রদোষে ডুবিয়া প্রভাতে উদিছে নিত্য একই রবি। তাই সুন্দর সৃষ্টি একই বরবধূ জনমে জনমে লভে নব শুভদৃষ্টি। আদিম দিনের বধূ তব ওই আবার এসেছে ঘুরে কত গিরিদরি নদী পার হয়ে তব অন্তর-পুরে। কী দিব আশিস ভাই তোমরা যে বাঁধা চির-জনমের – কোথাও বিরহ নাই। না থাকিলে এই একটু বিরহ – এ জীবন হত কারা, দুই তীরে তীরে বিচ্ছেদ তাই মাঝে বহে স্রোত-ধারা। গত জনমের ছাড়াছাড়ি তাই এ মিলন এত মিঠে সেই স্মৃতি লেখা শুভদৃষ্টির সুন্দর চাহনিতে। ওগো আঙিনার সজিনা-সজনি,করো লাজ বরিষন তব পুষ্পিত শাখা নেড়ে সখী, খইয়ে নাই প্রয়োজন। আমের মুকুল আকুল হইয়া ঝরো গো দুকূলে লুটি, বধূর আলতা চরণ-আঘাতে অশোক উঠো গো ফুটি। বাজা শাঁক দে লো হুলু, হারা সতী ফিরে এলে উমা হয়ে – উলু উলু উলু উলু!
![মঙ্গলাচরণ কবিতা । সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ । কাজী নজরুল ইসলাম 3 সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ এর অন্যান্য কবিতাঃ সিন্ধুঃ প্রথম তরঙ্গ সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ গোপন প্রিয়া অনামিকা বিদায় স্মরণে পথের স্মৃতি উন্মনা অতল পথের যাত্রী দারিদ্র্য বাসন্তি ফাল্গুনী মঙ্গলাচরণ বধু-বরণ অভিযান রাখী-বন্ধন চাঁদনী-রাতে মাধবী-প্রলাপ দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির আরও পড়ুন: প্রলয়োল্লাস বিদ্রোহী রক্তাম্বর-ধারিণী মা কাজী নজরুল-ইসলামের কাব্যগ্রন্থ তালিকা সূচি কাজী নজরুল-ইসলামের সংক্ষিপ্ত জীবনপঞ্জি [ GLive ] নজরুল সঙ্গীত [ সঙ্গীত গুরুকুলে] আমার নজরুল [ সুফি ফারুক ইবনে আবুবকর] আমার প্রিয় কবি নজরুল রচনা [ বাংলা গুরুকুল ]](http://amarnazrul.com/wp-content/uploads/2022/07/nazrul-1607016395188.jpeg)
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। ১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে কলকাতা ফেরার পথে নজরুল দুটি বৈপ্লবিক সাহিত্যকর্মের জন্ম দেন। এই দুটি হচ্ছে বিদ্রোহী কবিতা ও ভাঙ্গার গান সঙ্গীত। এগুলো বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিদ্রোহী কবিতার জন্য নজরুল সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন। একই সময় রচিত আরেকটি বিখ্যাত কবিতা হচ্ছে কামাল পাশা- এতে ভারতীয় মুসলিমদের খিলাফত আন্দোলনের অসারতা সম্বন্ধে নজরুলে দৃষ্টিভঙ্গি এবং সমকালীন আন্তর্জাতিক ইতিহাস-চেতনার পরিচয় পাওয়া যায়।
১৯২২ সালে তার বিখ্যাত কবিতা-সংকলন অগ্নিবীণা প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থ বাংলা কবিতায় একটি নতুনত্ব সৃষ্টিতে সমর্থ হয়, এর মাধ্যমেই বাংলা কাব্যের জগতে পালাবদল ঘটে। প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে গিয়েছিল। পরপর এর কয়েকটি নতুন সংস্করণ প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের সবচেয়ে সাড়া জাগানো কবিতাগুলোর মধ্যে রয়েছে: “প্রলয়োল্লাস, আগমনী, খেয়াপারের তরণী, শাত-ইল্-আরব, বিদ্রোহী, কামাল পাশা” ইত্যাদি। এগুলো বাংলা কবিতার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার শিশুতোষ কবিতা বাংলা কবিতায় এনেছে নান্দনিকতা খুকী ও কাঠবিড়ালি, লিচু-চোর, খাঁদু-দাদু ইত্যাদি তারই প্রমাণ।
![মঙ্গলাচরণ কবিতা । সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ । কাজী নজরুল ইসলাম 4 সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ এর অন্যান্য কবিতাঃ সিন্ধুঃ প্রথম তরঙ্গ সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ গোপন প্রিয়া অনামিকা বিদায় স্মরণে পথের স্মৃতি উন্মনা অতল পথের যাত্রী দারিদ্র্য বাসন্তি ফাল্গুনী মঙ্গলাচরণ বধু-বরণ অভিযান রাখী-বন্ধন চাঁদনী-রাতে মাধবী-প্রলাপ দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির আরও পড়ুন: প্রলয়োল্লাস বিদ্রোহী রক্তাম্বর-ধারিণী মা কাজী নজরুল-ইসলামের কাব্যগ্রন্থ তালিকা সূচি কাজী নজরুল-ইসলামের সংক্ষিপ্ত জীবনপঞ্জি [ GLive ] নজরুল সঙ্গীত [ সঙ্গীত গুরুকুলে] আমার নজরুল [ সুফি ফারুক ইবনে আবুবকর] আমার প্রিয় কবি নজরুল রচনা [ বাংলা গুরুকুল ]](http://amarnazrul.com/wp-content/uploads/2022/07/27THNSMKAZI.jpeg)
সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থ এর অন্যান্য কবিতাঃ
- সিন্ধুঃ প্রথম তরঙ্গ
- সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
- সিন্ধুঃ তৃতীয় তরঙ্গ
- গোপন প্রিয়া
- অনামিকা
- বিদায় স্মরণে
- পথের স্মৃতি
- উন্মনা
- অতল পথের যাত্রী
- দারিদ্র্য
- বাসন্তি
- ফাল্গুনী
- মঙ্গলাচরণ
- বধু-বরণ
- অভিযান
- রাখী-বন্ধন
- চাঁদনী-রাতে
- মাধবী-প্রলাপ
- দ্বারে বাজে ঝঞ্জার জিঞ্জির