বীরদল আগে চল্ | Bir dol age chol | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
মার্চের সুর
বীরদল আগে চল্ গানের কথা :
বীরদল আগে চল্
কাঁপাইয়া পদভরে ধরণী টলমল।
যৌবন-সুন্দর চির-চঞ্চল॥
আয় ওরে আয় তালে তালে পায়ে পায়ে
আশা জাগায়ে নিরাশায়।
আয় ওরে আয় প্রাণহীন মরুভূমে,
আয় নেমে বন্যার ঢল॥
ঝঞ্ঝার বাজে রণ-মাদল চল্ চল্
ভোল্ ভোল্ জননীর স্নেহ-অঞ্চল॥
ডাকে বিধুর প্রিয়া সুদূর
ভোল্ তারে ডাকে তোরে তূর্য-সুর।
দল্ দল্ পায়, ভয় ভাবনায়,
শ্মশানে জাগা প্রাণ
আপন-ভোলা পাগল॥

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল।
নজরুল সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও চার সন্তানের নাম বাংলা এবং আরবি/ফারসি উভয় ভাষাতেই নামকরণ করেন। যেমন: কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ (বুলবুল), কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ।

আরও পড়ুন:
- দূর প্রবাসে প্রাণ কাঁদে আজ | Dur probashe pran kade aaj | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- এ কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী | E ki auporup rupe ma tomay herinu polli jononi | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- কে দুরন্ত বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি | Ke duronto bajao jhorer bekul bashi | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- বাদলা মেঘের বাদল তালে ময়ূর নাচে | Badla megher badol taale moyur nache | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- তোমার হাতের সোনার রাখি | Tomar haater shonar rakhi | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম