কাজী নজরুলের পত্রিকায় প্রকাশিত নাট্যগুচ্ছ নিয়ে আজকের আলোচনা। কবি কাজী নজরুল ইসলাম তার কুড়ি বছরের সাহিত্যিক জীবনে মাত্র তিনখানি গল্প-গ্রন্থে (ব্যথার দান-১৯২২, রিক্তের বেদন-১৯২৫, শিউলি মালা-১৯৩১) আঠারোটি ছোট গল্প রচনা করেছিলেন। পৃথক পৃথক গ্রন্থে গল্পগুলি গ্রথিত হলেও তাঁর প্রতিটি গল্পের সুর যেন এক। সব গল্পের মূলেই রয়েছে অকথিত এক ব্যথার কাহিনী, প্রত্যেকটি গল্পই যেন আন্তরিক বেদনার রঙে রঙিন।
কাজী নজরুলের পত্রিকায় প্রকাশিত নাট্যগুচ্ছ
কাজী নজরুলের পত্রিকায় প্রকাশিত নাট্যগুচ্ছ নিরূপন :
১. কামাল পাশা (মনোনাট্য)। মোসলেম ভারত’, কার্তিক ১৩২৮।
২. আনোয়ার (মনোনাট্য)। ‘সাধনা’, কার্তিক ১৩২৮।
৩. ঝিলিমিলি (একান্ত)। ‘নওরোজ’, আষাঢ় ১৩৩৪। রচনা : ২৫ জৈষ্ঠ্য ১৩৩৪ ।
৪. সারা ব্রীজ (একাঙ্ক)। নওরোজ’, শ্রাবণ ১৩৩৪। (পরে পূর্ণতর আকারে ‘সেতুবন্ধ’ নামে গ্রন্থভুক্ত হয়েছে)।
৫. শিল্পী (একা) সাপ্তাহিক ‘সওগাত’।
৬. নবার নামতা পাঠ (ছোটদের নাটিকা)। ‘মোয়াজ্জিন’, কার্তিক ১৩৪০
৭. বিজয়া (নাটিকা) ‘বেতার জগৎ’, কার্তিক ১৩৩৭ ।
যোজনা:
ক. তিমির-বিদারী অলক বিহারী (কারাগারের গান) ‘জয়তী’, কার্তিক ১৩৩৭ ।
খ. কারা পাষাণ ভেদি জাগো নারায়ণ (কারাগারের গান)। ‘জয়তী’, পৌষ ১৩৩৭ ।
গ. আলেয়ার গান। ‘জয়তী’, পৌষ ১৩৩৭ ।
আরও দেখুনঃ