জাগো জাগো রে মুসাফির | Jago jagore musafir | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী ‘নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।শ্রোতার পছন্দানুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় নজরুলের কারার ওই লৌহকপাট গানটি ১৬তম স্থানে এবং চল্ চল্ চল্ ঊর্ধগগনে বাজে মাদল গানটি ১৮তম স্থানে রয়েছে সকল নজরুলগীতি ১০টি ভাগে বিভাজ্য। এগুলো হলোঃ ভক্তিমূলক গান, প্রণয়গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রাগপ্রধান গান, হাসির গান, ব্যাঙ্গাত্মক গান, সমবেত সঙ্গীত, রণ সঙ্গীত এবং, বিদেশীসুরাশ্রিত গান।
রাগঃ ভৈরবী
তালঃ কাহার্বা

জাগো জাগো রে মুসাফির গানের কথাঃ
জাগো জাগো, রে মুসাফির হ’য়ে আসে নিশিভোর।
ডাকে সুদূর পথের বাঁশি ছাড় মুসাফির-খানা তোর।।
অস্ত-আকাশ-অলিন্দে ঐ পান্ডুর কপোল রাখি’
কাঁদে মলিন ভোরের শশী, বিদায় দাও বন্ধু চকোর।।
মরুচারী খুঁজিস সলিল অগ্নিগিরির কাছে, হায়!
খুঁজিস অমর ভালোবাসা এই ধরণীর এই ধূলায়।
দারুণ রোদের দাহে খুঁজিস কুঞ্জ-ছায়া স্বপ্ন-ঘোর।।
আরও পড়ুন:
- কুল রাখ না রাখ | Kul rakh na rakh | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ছাড় ছাড় আঁচল বঁধু | Chaar chaar achol bodhu | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ফিরে গেছে সই | Fire geche soi | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- উচাটন মন ঘরে রয় না | Uchaton mon ghore roy na | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- অবুঝ মোর আঁখি বারি | Obujh mor akhi bari | গীতি শতদল | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম