কোন দূরে ও কে যায় চলে যায় | Kon dure o ke jay chole jay | গুল বাগিচা গ্রন্থটির প্রকাশক গ্রেট ইস্টার্ন লাইব্রেরি। প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২৭ জুন ১৯৩৩ (১৩৪০ বঙ্গাব্দ) মূল্য এক টাকা। কবি গ্রন্থটি উৎসর্গ করেছিলেন স্বদেশী মেগাফোন-রেকর্ড কোম্পানির স্বত্বাধিকারী অন্তরতম বন্ধু জিতেন্দ্রনাথ ঘোষ মহাশয়কে। গ্রন্থের প্রারম্ভে কাজী নজরুল ইসলাম ‘দুটি কথায়’ লেখেন, “দুই-চারিটি ছাড়া ‘গুল-বাগিচা’র গানগুলি ‘স্বদেশী মেগাফোন রেকর্ড কোম্পানী’ রেকর্ড করিয়াছেন। তাঁহাদের এই অনুগ্রহের জন্য আমি অশেষ ঋণী। ‘গুল-বাগিচা’য় ঠুংরী, গজল দাদরা, চৈতী, কাজরী, স্বদেশী, কীর্তন, ভাটিয়ালি, ইসলামী ধর্মসঙ্গীত প্রভৃতি বিভিন্ন ঢং-এর গান দেওয়া হইল। আমার সৌভাগ্যবশত প্রায় সমস্ত গান গুলি ইতিমধ্যে লোকপ্রিয় হইয়া উঠিয়াছে।
রাগঃ ভৈরবী মিশ্র
তালঃ কাহার্বা

কোন দূরে ও কে যায় চলে যায় গানের কথা:
কোন্ দূরে ও-কে যায় চ’লে যায়, সে ফিরে ফিরে চায় করুণ চোখে।
তার স্মৃতি মেশা হায়, চেনা-অচেনায় তারে দেখেছি কোথায়
যেন সে-কোন্ লোকে।।
শুনি স্বপ্নে তারি যেন বাঁশি মন-উদাসী
তারি বার্তা আসে নব মধু-মাসে, পলাশ আশোকে।।
কৃষ্ণচূড়া তার মালা লুটায় — চৈত্র-শেষে বনের ধূলায়
কান্না-বিধুর তার ভৈরবী সুর প্রভাতী তারায় অশ্রু ঘনায়,
চির-বিরহী চিনি ওকে।।

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল।

- আজি এ বাদল দিনে | Aji ae badol dine | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মাধবী লতার আজি মিলন সখি | Madhobi lotar aji milon shokhi | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- নাহি কেহ আমার ব্যথার সাথী | Nahi keh amar bethar shathi | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- এসো বঁধু ফিরে এসো ভোলো ভোলো অভিমান | Esho bodhu fire esho volo volo oviman | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আসিলে কে গো বিদেশী | Ashilo ke go bideshi | গুল বাগিচা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম