করুণ কেন অরুণ আঁখি | Korun keno orun akhi | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
রাগঃ সিন্ধু
তালঃ কাহার্বা
করুণ কেন অরুণ আঁখি গানের কথা:
করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব হায় সাকি এ আঙ্গুরী খুন নয় ও হিয়ার খুন–খারাব।। আর সহে না দিল্ নিয়ে এই দিল–দরদির দিল্লাগী, তাইতে চালাই নীল পিয়ালায় লাল শিরাজি বে–হিসাব।। হারাম কি এই রঙিন পানি আর হালাল এই জল চোখের? নরক আমার হউক মঞ্জুর বিদায় বন্ধু!লও আদাব।। দেখ্ রে কবি, প্রিয়ার ছবি এই শারাবের আর্শিতে, লাল গেলাসের কাঁচ্–মহলার পার হ’তে তার শোন্ জবাব্।।
করুণ কেন অরুণ আঁখি স্বরলিপি:

নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।
আরও পড়ুন:
- দুর দ্বীপ বাসিনী চিনি তোমারে চিনি | Dur dipo bashini chini tomare chini | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- বকুল বনের পাখি ডাকিয়া আর | Bokul boner pakhi dakiya ar | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মোমের পুতুল মমীর দেশের মেয়ে | Momer putul momir desher meye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- চম্পা পারুল যুথী টগর চামেলি | Chompa parul juthi togor chameli | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- নিশি না পোহাতে যেয়ো না যেয়ো না | Nishi na pohate jeyona jeyona | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম