[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ নিয়ে আজকের আলোচনা। নজরুল রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে আলেয়া, মধুমালা, বিদ্যাপতি, পুতুলের বিয়ে, জাগো সুন্দর চির কিশোর, শ্রীমন্ত, বিষ্ণুপ্রিয়া, বনের বেদে, ঝিলিমিলি, সেতু–বন্ধ, ভূতের ভয় ইত্যাদি। কলকাতার সুধী ও নাট্যমহলে নজরুল নাট্যকার হিসেবে পরিচিত হন ‘নওরোজ’ পত্রিকার মাধ্যমে ১৯২৭ খ্রিস্টাব্দে। ১৯৩০ খ্রিস্টাব্দে (১৩৩৭ বঙ্গাব্দ) নজরুলের তিনটি একাংকিকা নিয়ে ‘ঝিলিমিলি’ নামে নাট্যগ্রন্থ প্রকাশিত হয়।

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ

 

নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্রন্থ:

১. ঝিলিমিলি (একাঙ্ক-সঙ্কলন)। অগ্রাহয়ন ১৩৩৭ (নভেম্বর ১৯৩০)। প্রথম সংস্করণে ‘ঝিলিমিলি’, ‘সেতুবন্ধ’ ও ‘শিল্পী’ একাঙ্ক এর সংগ্রথিত। দ্বিতীয় সংস্করণে ‘ভূতের ভয়’ একাঙ্ক সংযোজিত ।

২. মহুয়ার গান (মন্মথ রায়ের ‘মহুয়া’ নাটকের জন্যে রচিত গানের সংকলন), জানুয়ারী ১৯৩০। পেপারব্যাক।

৩. আলেয়া (গীতিনটা), ১৯৩১। নাট্যনিকেতনে অভিনীত, পৌষ ১৩৩৮ । পেপারব্যাক।

৪. পুতুলের বিয়ে (শিশু কিশোরতোষ একান্ত সংকলন)। চৈত্র ১৩৪০ [১৯৩৩] পেপারব্যাক ।

৫. বিদ্যাপতি (রেকর্ড-নাট্য)। হিজ মাস্টার্স ভয়েস কোম্পানীর মাসিক পুস্তিকা । পৃষ্ঠা ২৮।

৬. ধনের বেদে (রেকর্ড-নাট্য)। মেগাফোন ড্রামাটিক এ্যাট কর্তৃক অভিনীত। স্বতন্ত্র পুস্তিকা।

৭. আলেয়া ও ঝিলিমিলি (দুটি গ্রন্থ একত্রে)।

৮. মধুমালা (নাটক)১৯৫৮, ভারতী লাইব্রেরি, কলকাতা, ভূমিকা ধীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ।

৯. উদাসী ভৈরব (কবির হস্তাক্ষরে তাঁর নবরাগ নির্ভর গীতি নাটিকা) ১৯৯১, পশ্চিম বঙ্গ, রাজ্যসঙ্গীত আকাদেমি, কলকাতা।

কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ কবি নজরুলের নাট্যগ্রন্থ ও নাট্যপ্রাসঙ্গিক গ্ৰন্থসমূহ

 

নজরুলের নাটক দর্শককে দেখিয়েছে জীবনের সর্বক্ষেত্রে এমনকি বিপ্লবে, যুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ প্রয়োজন। দেশাত্মবোধের জাগরণ ও মহত্তর কল্যাণবোধের উত্তোরণের জন্যে, উপেক্ষিত লাঞ্ছিত ও অত্যাচারিত আত্মবিস্মৃত ব্যক্তিকে চেতনাসম্পন্ন করতে চেয়েছে নজরুলের নাটক। চিরঞ্জীব হোক নজরুলের নাট্যসাহিত্য।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুনঃ

Leave a Comment