[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ । শিল্পী জীবনী

বিংশ শতাব্দীর বিশিষ্ট গায়কদের মধ্যে প্রথম সারির একজনের নাম ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ। এই শিল্পীর ১৯০৩ সালে লাহোরের এক সঙ্গীত পরিবারের জন্ম হয়। তাঁহার পিতার নাম আলি বখশ। আলি বখশের চারিটি সন্তানের মধ্যে গোলাম আলিই ছিলেন জ্যেষ্ঠ। আলি বখশ নিজেও একজন সুগায়ক ছিলেন। তাঁহার উৎসাহ ও প্রেরণা গোলাম আলির জীবনকেও প্রভাবান্বিত করিয়াছিল।

 

ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ

 

ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ । শিল্পী জীবনী

 

বড়ে গোলাম আলি প্রথম সঙ্গীত জীবন শুরু করিয়াছিলেন একজন সারেঙ্গী বাদক হিসাবে। পাতিয়ালা ঘরাণার প্রবর্তক বড়ে মিঞা কালে খাঁর সুযোগ্য শিষ্যকালে খার নিকট গোলাম আলি খাঁ সঙ্গীত শিক্ষা লাভ করেন। এই কালে খাঁ ছিলেন গোলাম আলির পিতা আলি বখসের সহোদর ভ্রাতা। গোলাম আলি খাঁ সাহেব সিন্ধী ধার নিকটও সঙ্গীত শিক্ষা করিয়াছিলেন।

 

ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ

 

তিনি খেয়াল এবং বিশেষ করিয়া ঠুংরী গানে পারদর্শীতা অর্জন করিয়াছিলেন। ১৯৪০ সাল হইতে তিনি বিভিন্ন দেশে সঙ্গীত সম্মেলন, রেডিও, রেকর্ড ইত্যাদির মাধ্যমে তাঁহার অমূল্য সঙ্গীত শ্রোতাদের নিকট পরিবেশন করিয়াছিলেন। শুধু তাহাই নহে তিনি বহু স্থানে তাঁহার সঙ্গীতের জন্য নানাভাবে সম্মানিতও হইয়াছেন।

 

ওস্তাদ বড়ে গোলাম আলি খাঁ

 

তিনি অপূর্ব কণ্ঠের অধিকারী ছিলেন এবং তাঁহার শিল্প সৃষ্টিতে যে প্রতিভার স্ফুরণ রাখিয়া গিয়াছেন তাহা অতি দুর্লভ। যাহারা খাঁ সাহেবের গান সঙ্গীত সম্মেলনে শুনিয়াছেন তাঁহারা একবাক্যেই ইহা স্বীকার করিবেন। তিন সপ্তকেই তান এবং বিস্তারে কন্ঠের সাবলীল গতি শ্রোতৃবৃন্দের কাছে তাঁহার কৃতিত্বেরই সাক্ষ্য বহন করে। দ্রুত লয়ে কুট, সপার্ট, ছুট ইত্যাদি তান বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

১৯৬৮ সালের ২৩ এপ্রিল এই স্বনামধন্য গায়কের কণ্ঠ চিরতরে স্তব্ধ হইয়া যায়। তাঁহার পুত্র মুনাব্বর আলি খাঁ বর্তমানে গায়ক হিসাবে সুনাম অর্জন করিয়াছেন।

আরও দেখুনঃ

Leave a Comment