[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

ওস্তাদ ফৈয়াজ খাঁ । শিল্পী জীবনী

ওস্তাদ ফৈয়াজ খাঁ: সঙ্গীত জগতে ফৈয়াজ খা একটি অবিস্মরনীয় নাম। ১৮৮৬ খ্রী: আগ্রায় মাতুলালয়ে ফৈয়াজ খাঁ জন্মগ্রহণ করেন। পিতা সদার হুসেন খাঁ, ফৈয়াজ খাঁর জন্মের ৩/৪ মাসপূর্বে পরলোক গমন করেন। ফলে তিনি মাতামহ গুলাম আব্বাসের গৃহে প্রতিপালিত হন।

 

ওস্তাদ ফৈয়াজ খাঁ

 

ওস্তাদ ফৈয়াজ খাঁ । শিল্পী জীবনী

শৈশবকালে উনি মাতামহের কাছেই সঙ্গীত শিক্ষা করেন। তাঁহার প্রবর্তিত ঘরাণার নাম আগ্রা ঘরাণা। এই ঘরাণার বিশেষ বৈশিষ্ট্য হইল এই যে, রাগের আলাপে ধ্রুপদ ধামারের প্রভাব পরিলক্ষিত হয়। ইহা ছাড়াও বোলতান, তান এবং লয়কারী বিশেষ স্বাতন্ত্র্য্য পূর্ণ।

 

ওস্তাদ ফৈয়াজ খাঁ

 

আনুমানিক ১৯১১ খ্রিঃ মহীশূর দরবার হইতে তাঁহাকে ” আফতাবে মৌসীকী” (সঙ্গীত সূর্য) উপাধিতে ভূষিত করা হয়। মহীশূরে কিছুদিন থাকিবার পর তিনি বরোদার মহারাজার আমন্ত্রণে বরদার সভাগায়কের পদ অলংকৃত করেন।

অপূর্ব সঙ্গীত কুশলতার গুণে তিনি অল্প সময়ের মধ্যে সারা হিন্দুস্থানে সুপ্রতিষ্ঠিত গায়ক রূপে গণ্য হইয়াছিলেন এবং স্বীকৃতি হিসাবে বহুস্থান হইতে পদক, উপাধি এবং প্রশংসা পত্র পাইয়াছিলেন। আনুমানিক ১৯৩৫ খ্রি: তিনি কলিকাতায় সর্বপ্রথম সঙ্গীতানুষ্ঠানে যোগদান করিয়াছিলেন এবং সমস্ত শ্রোতৃবৃন্দকে মুগ্ধ করেন।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

তাঁহার গানের প্রথম রেকর্ড করেন কলিকাতার হিন্দুস্থান রেকর্ড কোম্পানি। তাঁহার শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য রতনঝঙ্কার, দীলিপচন্দ্র বেদী, অহাহুসেন, সরাফ, লতাফ‍ হুসেন খা এবং ভীষ্মদেব চট্টোপাধ্যায় প্রভৃতি। ১৯৫০ খ্রি: ৫ই নভেম্বর এই সঙ্গীতসূর্য সঙ্গীত আকাশ হইতে চিরতরে অস্তমিত হন।

ওস্তাদ ফৈয়াজ খাঁ

আরও দেখুনঃ

Leave a Comment