আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে | Amar praner dare dak diye | ৯৫ টি সংগীত সমৃদ্ধ গ্রন্থটি ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর (কার্তিক ১৩৪১) প্রকাশ করেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স। গ্রন্থটি উৎসর্গপত্রে লেখা ছিল: “পরম স্নেহভাজন শ্রীমান অনিলকুমার দাস কল্যাণবরেষুকে”। ৪+৯৬ পৃষ্ঠার গ্রন্থের মূল্য ছিল দেড় টাকা।
তালঃ লোফা

আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে গানের কথা :
আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায় বারে বারে।
তাঁর নূপুর-ধ্বনি রিনি ঝিনি বাজে বন-পারে।।
নিঝুম রাতে ঘুমাই যবে
সে ডাকে আমায় বেণুর রবে,
স্বপন কুমার আসে স্বপন-অভিসারে।।
আমি জল নিতে যাই নদী তটে এক্লা নাম ধ’রে সে ডাকে
ধরতে গেলে পালিয়ে সে যায় বন-পথের বাঁকে।
বিশ্ব-বধূর মনোচোরা
ধরতে সে চায়, দেয় না ধরা,
আমি তা’রি স্বয়ম্বরা, আমি সঁপেছি প্রাণ তারে।।

নজরুলগীতি বা নজরুল ‘সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ‘ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
![আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে | Amar praner dare dak diye | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম 4 AmarNazrul.com [ আমার নজরুল ] , 2667x1526, Logo-01](/wp-content/uploads/2021/09/AmarNazrul.com-আমার-নজরুল-2667x1526-Logo-01-300x172.png)
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
১৯২১ সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর বাড়িতে আসেন। আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে যার সাথে তার প্রথমে প্রণয় ও পরে বিয়ে হয়েছিল।
আরও পড়ুন:
- ঐ কাজল কালো চোখ | Oi kajol kalo chokh | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মা এসেছে মা এসেছে | Maa esheche maa esheche | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- দশ হাতে ঐ দশ দিকে মা | Dosh haate oi dosh dike ma | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আঁধার রাতের তিমির দুলে আমার সামনে | Adhar rater timir dule amar samne | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ফিরে ফিরে কেন তারই স্মৃতি | Fire fire ken tari smrity | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম