আজি এ কুসুম হার সহি কেমনে | Aji a kushum har sohi kemone | নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত।
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।

তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
সিন্ধু কাফি-খাম্বাজ — যৎ

আজি এ কুসুম হার সহি কেমনে গানের কথা:
আজি এ কুসুম-হার সহি কেমনে
ঝরিল যে ধুলায় চির অবহেলায়
কেন এ অবেলায় পড়ে তারে মনে॥
তব তরে মালা গেঁথেছি নিরালা
সে ভরেছে ডালা নিতি নব ফুলে।
(আজি) তুমি এলে যবে বিপুল গরবে
সে শুধু নীরবে মিলাইল বনে॥
আঁখি-জলে ভাসি গাহিত উদাসী
আমি শুধু হাসি আসিয়াছি ফিরে।
(আজি) সুখ-মধুমাসে তুমি যবে পাশে
সে কেন গো আসে কাঁদাতে স্বপনে॥
কার সুখ লাগি রে কবি বিবাগি,
সকল তেয়াগি সাজিলি ভিখারি॥
(তুই) কার আঁখি-জলে বেঁচে রবি বলে
ফুলমালা দলে লুকালি গহনে॥

আরও পড়ুন:
- জননী মোর জন্মভূমি | Janani mor jonmovumi | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- বীরদল আগে চল্ | Bir dol age chol | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- চল্ রে চপল তরুণ দল বাঁধন হারা | Chol re chopol torun dol badhon hara | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- শঙ্কাশূন্য লক্ষকণ্ঠে বাজিছে শঙ্খ ঐ | Shonkashunno lokkho konthe bajiche oi | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা | Dole praaner kole provur namer mala | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম