আগের মত আমের ডালে বোল ধরেছে | Ager moto aamer dale bol dhoreche | নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্রযুগের অন্তর্ভূত। তবু নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে থেকে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন। তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস। রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার, সুরকার ও সুগায়ক। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।
বসন্ত মিশ্র দাদরা
আগের মত আমের ডালে বোল ধরেছে গানের কথা :
আগের মতো আমের ডালে
বোল ধরেছে বউ।
তুমিই শুধু বদলে গেছ
আগের মানুষ নও॥
তেমনি আজও তোমার নামে
উথলে মধু গোলাপ-জামে,
উঠল পুরে জামরুলে রস মহুল ফুলে মউ।
তুমিই শুধু বদলে গেছ, আগের মানুষ নও॥
ডালিম-দানায় রং লেগেছে, ডাঁসায় নোনা আতা,
তোমার পথে বিছায় ছায়া ছাতিম তরুর ছাতা।
তেমনি আজও নিমের ফুলে
ঝিম হয়ে ওই ভ্রমর দুলে,
হিজল-শাখায় কাঁদছে পাখি বউ গো কথা কও।
তুমি শুধু বদলে গেছ, আগের মানুষ নও॥
কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিষ্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।
![আগের মত আমের ডালে বোল ধরেছে | Ager moto aamer dale bol dhoreche | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম 4 AmarNazrul.com [ আমার নজরুল ] , 2667x1526, Logo-01](/wp-content/uploads/2021/09/AmarNazrul.com-আমার-নজরুল-2667x1526-Logo-01-300x172.png)
আরও পড়ুন:
- ঐ কাজল কালো চোখ | Oi kajol kalo chokh | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- মা এসেছে মা এসেছে | Maa esheche maa esheche | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- দশ হাতে ঐ দশ দিকে মা | Dosh haate oi dosh dike ma | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- আঁধার রাতের তিমির দুলে আমার সামনে | Adhar rater timir dule amar samne | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম
- ফিরে ফিরে কেন তারই স্মৃতি | Fire fire ken tari smrity | গানের মালা | নজরুল সঙ্গীত | কাজী নজরুল ইসলাম